উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে হাইপ্রোফাইল বেশ কয়েকটি ক্লাব। ঘরের মাঠে ব্রেস্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচে লামিনে ইয়ামালকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ হ্যান্সি ফ্লিক।
ম্যাচ শুরু হবে মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায়। একই সময়ে বিগ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। হাইভোল্টেজ ম্যাচের আগে সতর্ক দুদলের কোচ।
জমজমাট এক রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর ম্যাচে উত্তাপ ছড়াবে বড় দলগুলো। আলাদা ম্যাচে লড়বে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো। প্রিয় দলের ম্যাচ দেখতে মুখিয়ে ইউসিএল ভক্তরা।
দারুণ ছন্দে থাকা একটা দলের হঠাতই ছন্দপতন। লা লিগায় রীতিমতো উড়তে থাকা বার্সেলোনার জন্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে এমন পতন যে খানিক চিন্তার তা আর বলার অপেক্ষা রাখে না। সব প্রতিযোগিতায় টানা সাত জয়ের পর রিয়াল সোসিয়েদাদের কাছে হার আর সেল্টা ভিগোর সঙ্গে ড্র করেছে কাতালান ক্লাবটি। তবে, ছন্দ ফেরাতে ভালো সুযোগ আছে বার্সার সামনে। ইউসিএলের ম্যাচে ঘরের মাঠে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ব্রেস্তকে আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচে কোনোরকম ভুল করতে চাইবে না হ্যান্সি ফ্লিকের দল।
সম্প্রতি দলটার বাজে ফর্মের সঙ্গে আরও বড় চিন্তার কারণ লম্বা ইনজুরি তালিকা। অ্যাঙ্কেলের ইনজুরিতে দলের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে এই ম্যাচে পাওয়া নিয়ে সংশয়ে কোচ। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে চান হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলে বার্সার চেয়ে এগিয়ে ব্রেস্ত। যদিও,নিজেদের শেষ পাঁচ ম্যাচে মোটে এক জয় আছে দলটার।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হ্যান্সি ফ্লিক বলেন, ‘লামিনে ইয়ামাল আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এই ম্যাচে তাকে পাওয়ার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আমাদের দল একেবারেই তরুণদের নিয়ে গড়া। তাদের শক্তিমত্তা ও ক্ষিপ্রতা নিয়ে আমি আত্মবিশ্বাসী। তবে, ব্রেস্তও ভালো দল।’
এদিকে, হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। দুই জায়ান্টের এই লড়াইয়ের আগে অতীত পরিসংখ্যান কিংবা পয়েন্ট টেবিল, সবকিছুতেই এগিয়ে বাভারিয়ানরা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭’তে মিউনিখ আর ২৫ এ অবস্থান পিএসজির। সব প্রতিযোগিতা মিলে টানা ৬ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কোম্পানির দল। দুদলের শেষ ৮ দেখায় ৬ জয়ে এগিয়ে আছে বাভারিয়ানরাই। সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে বায়ার্ন আর প্রতিপক্ষে মাঠে রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা লুই এনরিকের।
ম্যাচের আগে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘পিএসজিতে মানসম্মত ফুটবলার আছে। তাদের কোচও খুব দক্ষ। খেলোয়াড়দের টেকনিক ও স্পিড দুর্দান্ত। আমার মনে হয় দু’দলেরই জয়ের সমানে সমান সম্ভাবনা রয়েছে। তবে, আমি নিজেদেরই ফেভারিট মানি।’
ইনজুরি সমস্যা না থাকায় বায়ার্নের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী পিএসজিও।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:০৬ ১০ বার পঠিত