সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

বিদেশিদের জন্য অনলাইন বিশেষ পাস চালু করছে মালয়েশিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিদেশিদের জন্য অনলাইন বিশেষ পাস চালু করছে মালয়েশিয়া
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



বিদেশিদের জন্য অনলাইন বিশেষ পাস চালু করছে মালয়েশিয়া

আগামী বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়ায় বিদেশিদের প্রবেশ ও দেশটিতে অবস্থানরত বিদেশিদের জন্য চালু করতে যাচ্ছে একটি অনলাইন বিশেষ পাস (ই-এসপি)।

সোমবার (২৫ নভেম্বর) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাসিক সভা শেষে এক সংবাদ সম্মেলন এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

তিনি বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ১৪ এর ভিত্তিতে এই বিশেষ পাস জারি করা হয়েছে। যা অভিবাসন বিভাগের যানজট কমানোর পাশাপাশি সংস্থাটিকে ডিজিটালাইজড করার অন্যতম প্রচেষ্টার একটি উদ্যোগ।

মূলত ই-এসপি হলো একটি অনলাইন স্পেশাল পাস অ্যাপ্লিকেশান প্ল্যাটফর্ম যার বৈধ পাস আছে এমন দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস (পিএলএস) এবং পেশাদার ভিজিট পাস (পিএলআইকে) ব্যক্তিরা তাদের বৈধ পাসের মেয়াদ বাড়ানোর জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

এছাড়া, যেকোনো বিদেশি নাগরিক যারা নতুন আবেদন, সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী পিএলএস, পিএলআইকে পরিবর্তনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বা যারা সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের মতো সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতিতে রয়েছেন তারাও এই ইএসপির জন্য আবেদন করতে পারেন।

তবে, আবেদন প্রক্রিয়া অনলাইনে হলেও নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আপস করবে না বলেও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৬   ৮ বার পঠিত