অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব এলাকায় জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছে দাবি করে ফারুক বলেন,
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়। এখন সময় মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। এই সরকার শুধু নির্বাচনের সরকার। নির্বাচনী ম্যাপ ঘোষণা করতে হবে। তাই সরকারের কাছে দাবি থাকবে আর দেরি নয়। দেরি করলে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না। হিন্দুস্থান থেকে হাসিনাকে ফেরত আনতে হবে। বিচার করতে হবে। ভয় কিসের ড. ইউনূস? বাংলাদেশের মানুষ আপনার সঙ্গে আছে।
মৃত ব্যক্তির ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চায় না জানিয়ে তিনি বলেন, ‘এমন সংস্কার দরকার নেই, যে সংস্কার করতে গিয়ে নির্বাচন বিলম্বিত হতে পারে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।’
ফারুক বলেন,
তারেক রহমান কেন দেশে আসতে পরলো না, তা এই সরকারের কাছে প্রশ্ন। বিএনপি নেতাকর্মীদের নামে হাসিনা সরকার ৪০ লাখ মামলা দিয়েছে। কি আশ্চর্য দেশের সম্মান বয়ে আনা ইউনূসের বিরুদ্ধেও দেশে মামলা হয়।
‘তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে। তারেক রহমান বলেছেন, এমন একটি দল ক্ষমতায় আসুক যারা বলবে না আমার পিতার দেশ’, যোগ করেন জয়নুল আবদিন।
বিএনপির এ নেতা বলেন, সবাই অধিকার চায়। কিন্তু এমন দাবি চাওয়া উচিত নয়, যা জনমনে বিভ্রান্তি হয়। এমন কাজ আমরা করবো না, যাতে অতীতের হাসিনা সরকার করেছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৫ ৭ বার পঠিত