শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

প্রথম পাতা » আন্তর্জাতিক » আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪



আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশ’ কোটি ডলারের সৌর বিদ্যুৎ প্রকল্প হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে নিউ ইয়র্কের একটি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর আরেকটি দুঃসংবাদ তাকে তাড়া করছে।

কাতার-ভিত্তিক আল জাজিরা জানিয়েছে, আফ্রিকার দেশ কেনিয়া আদানি গ্রুপের সঙ্গে ২শ’ ৫০ কোটিরও বেশি মার্কিন ডলারের একটি দু’টি বাতিলের ঘোষণা দিয়েছে।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে দু’টি চুক্তি বাতিলের ঘোষণা দেন।

দু’টি চুক্তির মধ্যে একটির অর্থমূল্য প্রায় ২শ’ কোটি মার্কিন ডলার। এই টাকা দিয়ে কেনিয়ার জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে নির্মাণের কথা ছিল আদানির। তাছাড়া ৩০ বছর মেয়াদি লিজের আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ও উন্নত করার কথা ছিল।

এছাড়া আদানির সঙ্গে ৩০ বছর মেয়াদি ৭৩ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলারের সরকারি-বেসরকারি খাতের একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) চুক্তিও বাতিল করার কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট রুটো।

কেনিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে আদানির সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন।
তদন্তকারি সংস্থা ও অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রুটো।

এদিকে ভারতের মুম্বাই থেকে পিটিআই জানিয়েছে, গৌতম আদানির বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর চাউর হওয়ার সাথে আজ মুম্বাই স্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের শেয়ারের দামও তলানিতে পৌঁছেছে।

আদানি এক সময় বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিরেন। হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ট মিত্র। সমালোচকরা দীর্ঘ দিন ধরে মোদির কাছ থেকে অনুচিতভাবে লাভবান হওয়ার জন্য আদানিকে দোষারোপ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৭:২২:৫১   ১৫ বার পঠিত