যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক কারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার সকালে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের এ চালানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন মাদক কারবারিরা ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান পুটখালী সীমান্তের পশ্চিমপাড়া নামক স্থানে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালালে মাদক কারবারিরা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো খুলে দেখেন তাতে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল রয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তে মাদক পাচারকারীসহ যেকোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:৫২:৩২ ১৮ বার পঠিত