বুধবার, ২০ নভেম্বর ২০২৪

হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর
বুধবার, ২০ নভেম্বর ২০২৪



হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দি ইসরাইলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও দেয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সংক্ষিপ্ত সফরে যান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই তিনি এ পুরস্কার ঘোষণা দেন।

এ সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যাকা ছাড়তে চান, আমি তাদের উদ্দেশে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দিদের এনে দেয় তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেব।

তিনি বলেন, পছন্দ আপনাদের কিন্তু ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।

ইসরাইলের ধারণা, গাজায় হামাসের হাতে এখনো ১০১ বন্দি রয়েছে। যদিও তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ এখন মারা গেছে বলে মনে করে তারা।

ইসরাইলে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১১:২৫:৫০   ১৬ বার পঠিত