রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন অন্যায় ও অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বক্তব্যে এই দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে তিনি দাবি করেছেন, ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞাগুলোকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করছে ইরান। এগুলো অযৌক্তিক ও আন্তর্জাতিক আইনবিরোধী।
ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইনস (আইআরআইএসএল) ও এর পরিচালককে সোমবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ব্রাসেলস। ইউক্রেন যুদ্ধে মস্কোর প্রতি তেহরানের সমর্থনের কারণে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তারা।
একই দিনে ইরানের এয়ারলাইনস ও শিপিং ক্যারিয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। তাদের দাবি, রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ও তেহরানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
ওই বক্তব্যে বাঘাই অভিযোগ করে বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের নৌপরিবহন ও সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা লঙ্ঘন করছে ইউরোপীয় দেশগুলো।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:১৫ ৭ বার পঠিত