মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চলছে অনির্দিষ্টকালের ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারি » চলছে অনির্দিষ্টকালের ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



চলছে অনির্দিষ্টকালের ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রমও।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

১৮ নভেম্বরের মতো সড়ক কিংবা রেলপথ অবরোধের মত কর্মসূচিতে থেকে সরে এসেছেন তারা। তবে আলোচনায় ফলপ্রসূ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালিত হবে। যা আজ সকাল থেকে শুরু হয়েছে।

তবে এদিন সকাল থেকে তিতুমীর কলেজ এবং আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এ আন্দোলন করছেন তারা।

বাংলাদেশ সময়: ১২:১২:০৭   ৭ বার পঠিত