দেশের শোবিজাঙ্গনে উপস্থাপক হিসেবে বেশ পরিচিত মুখ সারা ফ্যায়রুজ যাইমা। প্রথম আলোর ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠান থেকে শুরু করে টেলিভিশন পর্দায় বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন এই উপস্থাপিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন যাইমা নিজেই। যেখানে বরের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।
এছাড়াও যাইমার বিয়ের ছবি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন উপস্থাপিকার দুই বান্ধবী অভিনেত্রী শবনম ফারিয়া ও মডেল পিয়া জান্নাতুল।
জানা গেছে, যাইমার বরের নাম কুশল। তিনি একইসঙ্গে চাকুরী এবং ব্যবসা করেন।
বিয়ের ছবিতে দেখা গেছে, সাদা জামদানিতে সেজেছেন যাইমা। মাথায় একটি মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না, সঙ্গে হালকা কিছু গয়না। আর স্বামীর পরণে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি।
বিয়ের ছবি দেখে বোঝা গেছে, পারিবারিক আয়োজনে ছোট্ট পরিসরে দু’জনের আকদ সম্পন্ন হয়েছে। দু’জনকে একসঙ্গে মসজিদের সামনে দাঁড়িয়েও ছবি তুলতে দেখা গেছে।
এ বিষয়ে মডেল পিয়া জান্নাতুল জানান, দুই পরিবারের মানুষ নিয়ে যাইমা-কুশলের আকদ সম্পন্ন হয়েছে। সামনে ভালো দিনক্ষণ দেখে তারা বড় করে বিয়ের অনুষ্ঠান করবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৪ ৮ বার পঠিত