রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ব্যাংক কর্মকর্তা (৬০) নিহত হয়েছেন।
রবিবার ভোর ৫টার দিকে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ বলেন, “বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাঝে পড়ে যায় একটি অটোরিকশা। এতে অটোরিকশাচালক ও আরোহী মোহাম্মদ জাকির হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া নিলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১:২৬:১৫ ১০ বার পঠিত