পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি পুরোনো ভিডিও নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। সে ভিডিওতে মিমকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। আর তা নিয়ে নেটিজেনদের একাংশ গুজব ছড়ান, পার্লার উদ্বোধন করতে যেয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন নায়িকা!
সামাজিক মাধ্যমে এমন শোরগোলের পর মুখ খুলেছেন মিম। জানালেন, এটি মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মিম জানান, ভিডিওটি বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ভুল বার্তা ছড়ানোর মাঝে চেষ্টা করা হচ্ছে যে তিনি মবের শিকার। মিমের কথায়, ভিডিওটি নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। আমি মবের শিকার, আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।
মিম বলেন, আমি সব জায়গাতেই ভক্তদের ভালোবাসা পেয়েছি। তবে দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়েছিলাম, সেই ভিডিও এটি।’
তখন আতঙ্কিত কেন হয়েছিলেন, জবাবে মিম বলেন, ‘জুয়েলারি শোরুম উদ্বোধনের সময় হঠাৎ জোরে শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। মনে করেছিলাম, আগুন ধরে গেছে। মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হয়। সেখান থেকেই আগুন লাগার গুজব, অনেকেই ভয় পান।’
সেই ঘটনার ভিডিও বর্তমানে মবের শিকার বলে চালিয়ে দেওয়ায় বিরক্ত অভিনেত্রী। বললেন, ‘এ ঘটনা যেভাবে বিভিন্ন সময় জোড়াতালি দিয়ে সামনে আসছে, সেটা বিব্রত করছে।’
এর আগে ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ওই শো-রুমটি উদ্বোধন করতে যাননি তিনি। কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।’
বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৯ ১৬ বার পঠিত