রবিবার, ১০ নভেম্বর ২০২৪

মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন

রাশিয়ার রাজধানী মস্কোতে অন্তত ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। ২০২২ সালে দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা এটি।

রবিবার সকালে এ হামলার ফলে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং অন্তত একজন ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রবিবার তিন ঘন্টার মধ্যে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে আরও ৩৬টি ড্রোন ধ্বংস করেছে, ।

মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে ড্রোন ব্যবহার করে কিয়েভ সরকারের একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়াও রাতভর রেকর্ড ১৪৫টি ড্রোন উৎক্ষেপণ করেছে এরমধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৬২টি ভূপাতিত করেছে।

কিয়েভ আরও দাবি করেছে, তারাও রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৫   ৮ বার পঠিত