প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ দুই সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
হাইকমিশনার সাক্ষাতকালে সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে বাংলাদেশের প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে, বাংলাদেশের প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের আওতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ বিচার বিভাগের আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ব্রিটিশ হাইকমিশনার বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ।
এ সময় প্রধান বিচারপতি যুক্তরাজ্যের হাইকমিশনারকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মানবাধিকারের সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ বলে আশ্বাস প্রদান করেন। যুক্তরাজ্যের হাইকমিশনারের মতো তিনিও বাংলাদেশের বিচার বিভাগের যুগোপযোগীকরণে উভয় রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ সময়: ১৮:২৯:১৪ ১২ বার পঠিত