বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৩

প্রথম পাতা » চট্রগ্রাম » আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৩
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে ভারতীয় থ্রি-পিস ও মাদকদ্রব্য গাঁজাসহ তিন আসামিকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।

এর আগে, গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই এলাকা থেকে ১৩৮টি ভারতীয় থ্রি-পিসসহ দুইজনকে আটক করা হয়। অন্যদিকে উপজেলার উত্তর ইউনিয়নের খালাজোড়া-আনোয়ারপুর রাস্তা থেকে চার কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার জামাল মিয়ার ছেলে শাহিন (২৩), ভারতের পশ্চিম ত্রিপুরার আগরতলা থানার দক্ষিন রামনগর এলাকার রহিম মিয়ার ছেলে রাজিব মিয়া (২৬) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর এলাকার চান মিয়া ব্যাপারীর মেয়ে রোকসানা (৩৪)।

আখাউড়া থানার ওসি আবুল হাসিম জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১৮   ৯ বার পঠিত