২৪-এর মাধ্যমে দেশের নবজন্ম হয়েছে মন্তব্য করে নারী, শিশু ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, এটা জাতির জন্য দ্বিতীয় সুযোগ। সরকার শহীদ পরিবারের পাশে থাকবে।
শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা মেধাকে প্রাধান্য দিতে চাই, মেধাকে খুঁজে আনতে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা দেশটাকে আপনাদের সাথে নিয়েই গড়তে চাই।
মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছিলাম। আমার পরিবারের অনেকেই মুক্তিযোদ্ধা, আমাকেও দেয়া হয় উপাধি। ৭১-এর মুক্তিযুদ্ধ খুব কাছ থেকে দেখেছি। স্বাধীনতার আনন্দ আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি। যেলক্ষ্যে স্বাধীনতা, সে লক্ষ্য অর্জন হলো না। গণতন্ত্র ভূ-লুণ্ঠিত হলো। যারা দেশকে মুক্ত করেছিলেন, তারা দেশের দ্বায়িত্ব আসতে পারলেন না। ফিরে যান নিজ নিজ কাজে।
তিনি আরও বলেন, ৭১-এর যেই মুক্তিযুদ্ধ হয়েছিল, যে অসম্পূর্ণ কাজগুলো রয়ে গিয়েছিল, তার কারণেই, সেই অসম্পূর্ণ থেকে যাওয়া কাজের জন্য জুলাই গণ অভ্যুত্থান হলো। আমরা যেনো এই শহীদদের যথাযথ সম্মান দিতে পারি। ৭১-এর মুক্তিযোদ্ধাদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধারা ঢুকে গেছে। এটি আমাদের দ্বিতীয় সুযোগ। যেই যুদ্ধটা এই প্রজন্ম করল, এর বড় তাৎপর্য আছে। তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে, আমরা কেউ প্রতিবাদ করিনি, আমরা ভুল করেছি। তারা এই দেশের জন্য বিশাল একটা কাজ করে দিয়ে গেছে। আমরা দুর্নীতিগ্রস্থ, দেশ গড়িনি ঠিকমতো। আর তা তারা জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছে।
সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহত ২০০ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন করা হয়। প্রথম ধাপের এ আয়োজন শুরু হয় সকাল ৯টায়। তথ্য হালনাগাদ শেষে সাড়ে ১২টায় শুরু হয় মূল আয়োজন। শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। আয়োজনে অংশ নিয়ে পরিবারের সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এখন থেকে প্রতি সপ্তাহেই এই আর্থিক সহায়তা কর্যক্রম চলবে। সাম্প্রতিক আন্দোলনে এখন পর্যন্ত প্রায় ১৬০০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩৯ ১৮ বার পঠিত