শনিবার, ২ নভেম্বর ২০২৪

লিজ চেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, তোপের মুখে ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » লিজ চেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, তোপের মুখে ট্রাম্প
শনিবার, ২ নভেম্বর ২০২৪



লিজ চেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, তোপের মুখে ট্রাম্প

সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। লিজ চেনিকে তাক করে কয়েক ব্যারল গুলি চালিয়ে পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। নিজের এ বক্তব্যের পক্ষে সাফাই গাইতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিক চেনিকে খুনি বলে সম্বোধন করেন তিনি।

নির্বাচনের বাকি মাত্র আর অল্প কিছুদিন। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে প্রায় প্রতিদিনই চলছে কথার লড়াই।

স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালান। সমর্থকদের সামনে নিজেদের প্রেসিডেন্সির জন্য উপযুক্ত বলে বিভিন্ন প্রতিশ্রুতি দেন এই দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী।

তবে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের এক বক্তব্য ঘিরে শুরু হয়ে যায় ব্যাপক আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার অ্যারিজোনার গ্লেনডেলে ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপক তাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিকে বুদ্ধিহীন বলে সম্বোধন করেন ট্রাম্প।

শুধু তাই নয়, লিজের হাতে একটি মাত্র রাইফেল দিয়ে তার চেহারাকে তাক করে কয়েক ব্যারেল গুলি চালিয়ে পরীক্ষা করা উচিত বলে বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তার হাতে একটি রাইফেল ধরিয়ে দিয়ে তার দিকে নয় ব্যারেল গুলি চালিয়ে পরীক্ষা করা উচিত। দেখা যাক তিনি কেমন অনুভব করেন।

যদিও বক্তব্যের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিজ চেনিকে নিয়ে করা মন্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করে। সে বার্তায় তিনি ডিক চেনিকে একজন খুনি বলে উল্লেখ করেন।

ট্রাম্পের এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেন, বিরোধীদের নিয়ে ট্রাম্পের সহিংস বক্তব্যের পরিমাণ অনেক বেড়ে গেছে। ট্রাম্পের এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট কমলা।

কমলা হ্যারিস বলেন, তার শত্রুদের তালিকা আরও দীর্ঘ হয়েছে। তিনি আগের চেয়ে কম মনোনিবেশ করছেন। তার বক্তৃতা আরও চরম আকার ধারণ করেছে এবং আমেরিকান জনগণের প্রয়োজন-উদ্বেগ ও চ্যালেঞ্জের দিকে

এরপর, যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের এক নির্বাচনী র‌্যালিতে কমলা ট্রাম্পকে আবারও মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন।
এছাড়া ট্রাম্প মার্কিন নাগরিকদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন কমলা। হ্যারিসকে সমর্থন জানাতে নেভাদার প্রচারণায় যোগ দেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ।

স্থানীয় সময় শুক্রবার মিশিগানের ডিয়ারবর্ন ও ওয়ারেনে প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে জো বাইডেন ও কমলা হ্যারিস ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:০৬:৫০   ১০ বার পঠিত