সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

বিমান দুর্ঘটনায় মৃত্যু, যা জানালেন কাজল!

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিমান দুর্ঘটনায় মৃত্যু, যা জানালেন কাজল!
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



বিমান দুর্ঘটনায় মৃত্যু, যা জানালেন কাজল!

‘নিজের মৃত্যু প্রসঙ্গে’নতুন তথ্য ফাঁস করেছেন বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে এমন তথ্য শেয়ার করেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের জনপ্রিয় কপিল শর্মার শোতে সম্প্রতি অংশ নেন কাজল। ওই অনুষ্ঠানে কাজল আর কপিলের আলাপচারিতায় এক সময় ওঠে মৃত্যু প্রসঙ্গ।

এ প্রসঙ্গ উঠতেই কাজল বলেন, আমার মৃত্যু সংবাদ আমি একাধিকবার শুনেছি। ভুয়া খবরে প্রায়ই সমস্যায় পড়তে হয়। তবে একবার হাতের বাইরে চলে গিয়েছিল বিষয়টি।

কাজল আরও বলেন, প্রায় ১০ বছর আগের কথা হবে হয়তো। ওই সময় সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের এতো বেশি ব্যবহার ছিল না। তখন একবার আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিমান দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে। এমন ভুয়া খবরে, আমার মার কাছে ফোনকল যায়।

সেই বিস্মৃতির কথা মনে করে কাজল বলেন, আমার মৃত্যুর খবর পেয়ে মা কী করবেন বুঝতে পারছিলেন না। আমার একটি ফোনকলের জন্য তখন অপেক্ষা করছিলেন। এরপর আমি মাকে কল দেয়ার পর ভুয়া খবরের বিড়ম্বনা থেকে স্বস্তি পান।

প্রসঙ্গত, ১৯৯২ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন কাজল। ক্যারিয়ারে পার করেছেন প্রায় ৩২ বছর। এখনও পুরোদমে কাজ করছেন। সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে কাজল অভিনীত নতুন সিনেমা ‘ডো পাত্তি’। থ্রিলারধর্মী এ সিনেমায় একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৪৩   ১৩ বার পঠিত