দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা দায়িত্ব গ্রহণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির ও প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সদ্য দায়িত্ব প্রাপ্ত ভিসি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের প্রায় ১৯টি দাবি-দাওয়া উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীদের দাবিকে সামনে রেখে ভিসি বলেন, ডাইনিং সহ শিক্ষার্থীদের দাবি আদায়ে শিক্ষার্থীদের হয়ে কাজ করবো৷
এছাড়াও তিনি চলমান সংকট সেশনজট সহ সকল ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। তিনি গত ২৩ অক্টোবর হাবিপ্রবি’র কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভিসির দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:২৫ ১৩ বার পঠিত