বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

বিয়ে নিয়ে অভিষেকের সামনেই যা বলেন কথিত প্রেমিকা নিমরত!

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিয়ে নিয়ে অভিষেকের সামনেই যা বলেন কথিত প্রেমিকা নিমরত!
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



বিয়ে নিয়ে অভিষেকের সামনেই যা বলেন কথিত প্রেমিকা নিমরত!

বলিউডে গুঞ্জনের মধ্যে চিরচেনা হয়ে গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদ। এই গুঞ্জনটি এই থামে আবার অন্যদিকে ডানা মেলতে শরু করে। বচ্চন পরিবারের গতিবিধি তৈরি করে নতুন মোড়ের। তবে আবার কী হলো? এবার বলিউডে খবর ভেসে বেড়াচ্ছে জুনিয়র বচ্চন অভিষেক প্রেমে পড়েছেন। বলিউড অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে তার প্রেমের খবর এখন অন্তর্জালে চাঞ্চল্যকর খবর।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে, সাবেক বিশ্ব সুন্দরী স্ত্রীকে ছেড়ে অন্য এক নারীকে মন দিয়েছে অভিনেতা। তিনিও একজন বলিউড অভিনেত্রী। বিষয়টি জেনে ফেলেন রাই সুন্দরী। এর পরই সাংসারিক টানাপোড়েন শুরু। তছনছ হয়ে যাচ্ছে তাদের সংসার।

জানা যায়, ‘দসবী’ ছবির সহঅভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেই গোপনে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যে কথা জানতে পারার পর তুমুল অশান্তি শুরু হয় তারকা দম্পতির মাঝে। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি।

‘দসবী’ ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় নিমরতের। সেই ছবি প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

যেখানে নিজের বিয়ে, সংসার নিয়ে খোলামেলা কথা বলতে দেখা গেছে নিমরতকে। সাক্ষাৎকারের একটি অংশে সঞ্চালক জানান, তার দাম্পত্যের মেয়াদ দীর্ঘ।

উপস্থাপকের মুখে এই কথা শুনে একপ্রকার অবাক হন নিমরত। ঠাট্টা করে অভিনেত্রী বলেন, ‘এতদিন কোনও বিয়ে টেকেই না।’

নিমরতের এই মন্তব্য শুনে হেসে ওঠেন অভিষেক এবং মন্তব্য করেন, “ধন্যবাদ।”

এছাড়াও অন্য একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেছিলেন নিমরত। যেখানে অভিনেত্রী বলেন, তাকে বহু সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়- এখনও কেন বিয়ে করেননি তিনি?

নিমরত জানান, সবাই জানতে চান কেন বিয়ে করিনি। তবে কেন বিয়ে করতে চান না, এই নিয়ে কেউ কখনও প্রশ্ন করে না।

অভিনেত্রীর কথায়, তার বিয়ে করার ইচ্ছে নেই, এমন নয়। কিন্তু সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে তবেই তিনি বিয়ে করবেন। বিয়ে নিয়ে তাই আলাদা করে তার কোনও পরিকল্পনা নেই।

অন্য দিকে ‘দসবী’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে নিমরতের সামনেই স্ত্রী ঐশ্বরিয়ার প্রশংসা করেছিলেন অভিষেক।

অভিনেতা বলেন, ‘জীবনের কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। তার এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। আমরা খুবই সংবেদনশীল। তাই এমন পরিস্থিতি আসে, যখন মনে হয় আমরা রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনও করতে দেখিনি।’

ঐশ্বরিয়াকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন বলেও জানিয়েছিলেন অভিনেতা।

তবে অনেকদিন ধরেই খবর, অভিষেক-ঐশ্বরিয়া আলাদা থাকছেন। এরপর আম্বানিদের পরিবারে যখন গোটা বচ্চন পরিবার একসঙ্গে আসে, তখন কন্যা আরাধ্য আর ঐশ্বরিয়া আসেন আলাদা। তবে তাদের সংসারের আসল খবর এখনও জনসম্মখে আনেননি কেউ।

বাংলাদেশ সময়: ১২:০৭:০৭   ২২ বার পঠিত