আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের(উত্তর) বিমানবন্দর সার্কেল পরিদর্শক হোসেন জিল্লুর রহমান জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনি গেটের বাইরে পূর্ব উত্তর কোনায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চার হাজার করে মোট ৮ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন- নঈম উদ্দিন (৩৪) ও আজাদুল ইসলাম অভি (১৯)।
দুজন আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২৬:১৬ ৩১ বার পঠিত