রবিবার, ২০ অক্টোবর ২০২৪

ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » চট্রগ্রাম » ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেনীতে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার মগাইছড়ি গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৯) ও মো. হোসেন আলীর ছেলে মো. জয়নাল আবেদিন (৪৫)।

রোববার (২০ অক্টোবর) চট্টগ্রাম র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ শরিফ উল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারের একটি হোটেলের সামনে মাদকদ্রব্যসহ গাড়িতে উঠার উদ্দেশ্যে অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে শনিবার আনুমানিক রাত ১২টার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে উপস্থিত হওয়া মাত্রই দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা মো. জয়নাল আবেদিন ও মো. সিরাজুল ইসলামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পলিথিনের ভেতরে স্কসটেপ দিয়ে মোড়ানো ৩৭টি বান্ডিল এ মোট ১৯.৫ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

গ্রেফতার আসামি ও জব্দ মাদকদ্রব্য বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩৮   ২৬ বার পঠিত