ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আল নাসরই। তবে শেষ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে দলটি। আরও একবার পয়েন্ট হারানোর শঙ্কা যখন একদম জেঁকে বসেছিল, তখনই স্পটকিক থেকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদোর গোলে যখন জয়ের স্বপ্ন বুনছিল নাসর, তখনই ঘটে আরেক বিপত্তি। অতিরিক্ত সময় শেষের আগে আরেকবার পেনাল্টির সংকেত দেখান রেফারি। এবার পেনাল্টি পায় আল শাবাব। তবে আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।
নাটকীয় ম্যাচে ৬৯ মিনিটে গোল করে নাসরকে এগিয়ে দেন আইমেরিক লাপোর্ত। সেই গোলেই ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নাসর। তবে শেষ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে ফেরে আল শাবাব।
তবে শেষমেশ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে রোনালদোর দল। অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে রোনালদোর গোল এবং প্রতিপক্ষের পেনাল্টি মিস রোনালদোদের জয় নিশ্চিত করেছে।
পেনাল্টি থেকে রোনালদোর গোলটি তার ক্যারিয়ারের ৯০৭তম গোল। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এগিয়ে চলছেন তিনি। আল নাসরের হয়ে এটি রোনালদোর ৫৫তম গোল। দলটির হয়ে ১৫টি অ্যাসিস্টও করেছেন কিংবদন্তি এই ফুটবলার।
বাংলাদেশ সময়: ১০:৩১:৩৮ ১৭ বার পঠিত