শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারি » আল কোরআন ও আল হাদিস
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৪৫. অবশ্যই ঐসব লোক তোমার কাছে বিরত থাকার অনুমতি চেয়ে থাকে, যারা আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমান রাখে না এবং যাদের অন্তরসমূহ সন্দেহে নিপতিত রয়েছে। অতএব, তারা নিজেদের সন্দেহে হতবুদ্ধি হয়ে রয়েছে।
৪৬. আর যদি তারা (যুদ্ধে) যাত্রা করার ইচ্ছা করতো, তাহলে সেজন্য কিছু সরঞ্জাম তো প্রস্তুত করতো, কিন্তু আল্লাহ তাদের যাত্রাকে অপছন্দ করেছেন, এজন্য তাদেরকে বিরত রাখেন এবং তাদেরকে বলে দেয়া হল, ‘তোমরাও এখানেই অক্ষম লোকদের সাথে বসে থাক।’

আল হাদিস
চোগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না
হুযাইফা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “চোগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না।”
[মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ৬০৫৬, মুসলিম: ১০৫]

বাংলাদেশ সময়: ১০:১৬:০৩   ২৪ বার পঠিত