ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গা গ্রামে মেঘনা নদীতে বালু মহালে ডাকাতির সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি শর্টগান, ৭ রাউন্ড গুলি ও দুটি রাম দা ও একটি স্পিডবোট জব্দ করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর থানার মজিদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মো. আরমান, কাজী তারেক, আবু সাঈদ, আমজাদ হোসেন, সাজ্জাদ ও আশরাফুল ইসলাম হিমেল।
ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সোমবার রাতে মেঘনা নদীতে নৌ-পুলিশ নিয়ে অভিযান চালিয়ে স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০৯:২৭ ২১ বার পঠিত