মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জেলেকে কারাদণ্ড

প্রথম পাতা » চট্রগ্রাম » চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জেলেকে কারাদণ্ড
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জেলেকে কারাদণ্ড

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ৩ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয় মাছ ধরার নৌকা ও ২০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল।

সোমবার (১৪ অক্টোবর) রাতে আটক করা এ ৩ জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

আটকরা হলেন: মুন্সীগঞ্জের বাংলাবাজার এলাকার আল ইসলাম গোলদার (৪৫), মতলব উত্তরের জহিরাবাদের রাসেল পাটোয়ারী (২৫) ও একই এলাকার আইউব হোসেন (২৬)। এ সময় কিশোর এক জেলেকে অপ্রাপ্ত বয়সের হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এরআগে, মা ইলিশ সংরক্ষণে মতলব উত্তরের মেঘনার অভয়াশ্রমে মোহনপুর ও বেলতলী নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে নিয়ে টহল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নদী থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় জেলের কাছ থেকে মাছ ধরার নৌকা ও ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

প্রজনন মৌসুম শুরু হওয়ায় মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:০২   ২০ বার পঠিত