শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। গতবারের মতো এবারও দূর্গা পূজা উদযাপনে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যস্ত ছিলেন ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে পূজার পরপরই জরুরি প্রয়োজনে দেশের বাইরে যাচ্ছেন অভিনেত্রী।
এবারের দুর্গা পূজা প্রসঙ্গে অভিনেত্রী মিম সংবাদমাধ্যমে বলেন, আমি কুমিল্লার মেয়ে। আমার শ্বশুর বাড়িও কুমিল্লায়। তাই পূজা এলেই আমি ঢাকা থেকে কুমিল্লায় ছুটে যাই।
মিম আরও বলেন, সব সময়ই দুর্গা পূজা আমাদের কাছে বিশেষ। তবে বিয়ের পর থেকে তা আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। কারণ ২০২২ সাল থেকে আমি শাখা, সিঁদুর, জামদানি শাড়ি আর আলতা পরা হাতে দেবী দুর্গাকে বরণ করতে শুরু করি।
এবারের পূজা প্রসঙ্গে মিম বলেন, এবারও গত বারের মতো কুমিল্লায় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে পূজা উদযাপন করেছি। দেবী দুর্গাকে বরণ করেছি। তবে অন্য কোথাও আর যাওয়া হয়নি।
একটু দুঃখ প্রকাশ করে মিম বলেন, আমার মা একটু অসুস্থ। পূজা শেষ। তাই দেরী না করে পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যাব। সবাই আমার মায়ের জন্য আর্শীবাদ করবেন।
সবশেষে মিম বলেন, শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে মা দুর্গা পৃথিবীতে আসেন। তাই সবার কাছে আমার চাওয়া, আমাদের সবার মধ্যে যেন শান্তি আর সম্প্রীতি অটুট থাকে। সবাই সবার হাতে হাত রেখে সামনের দিকে আমাদের দেশকে এগিয়ে নিতে চাই।
সর্বশেষ ‘মানুষ’ সিনেমায় দেখা মিলে বিদ্যা সিনহা মিমের। ‘পরাণ’-র সাফল্যের পর খুব বাছাই করে সিনেমায় কাজ করেন। নাম প্রকাশ না করলেও বর্তমানে অভিনেত্রীর হাতে রয়েছে তিনটি সিনেমা।
বাংলাদেশ সময়: ১৩:৪৪:৪৩ ২৮ বার পঠিত