সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে পৃথক আরও ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা এ আদেশ দেন।
এর আগে, এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাত থানার পৃথক ৪৭ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাব্কে এমপি জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি, সাদেক খান, ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়াল, সাবেক উপপুলিশ কমিশনার মশিউর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, সাংবাদিক ফারজানা রুপা, আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ও শাহাবুদ্দিন।
এর আগে, কোটা আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গত ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমান, ২৫ আগস্ট ইনু, ১৪ আগস্ট জুনায়েদ আহমেদ পলক, গত ১৯ আগস্ট দীপু মনি, ২১ আগস্ট ফারজানা রুপা, ২২ আগস্ট রাশেদ খান মেনন এবং ৩ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩:২৯:৩৪ ১৯ বার পঠিত