শোবিজের দর্শকনন্দিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একের পর এক নাটকে জুটি বেঁধে দর্শক মাতাচ্ছেন তারা। এবার ‘প্রিয় শ্বশুর আব্বা’ নামের একটি নাটকে দর্শকদের নজর কাড়লেন নিলয়-হিমি।
অনামিকা মন্ডলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালক শাহনেওয়াজ সজীব। নাটকে হিমির বাবার চরিত্রে দেখা গেছে তারিক আনাম খানকে। অন্যদিকে নিলয়ের চরিত্রের নাম পনির এবং চুমকি রূপে পর্দায় হাজির হন হিমি।
নাটকের গল্পে দেখা যায, চুমকির মা নাই। বাবা আছে। একমাত্র মেয়েকে নিয়ে বাবা মাসুমের চিন্তার শেষ নাই। তার বয়স হয়েছে। মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে শান্তি পেতেন। নিজেকে নিয়েও চিন্তা। মেয়ের বিয়ে হয়ে গেলে তার কি হবে। কোথায় থাকবে। কে দেখবে ইত্যাদি।
এদিকে পনির নামে এক যুবককে ভালোবাসে চুমকি। বাবাকে জানালে, পনিরের সঙ্গে তাকে দেখা করিয়ে দিতে বলে। পনির দেখা করতে আসলে মাসুম সাহেব তাকে শর্ত জুড়ে দেয় তিনি বলেন, তার মেয়ে চুমকিকে পনির সত্যিই ভালোবাসে থাকে, তবে ৫০০ টাকা ষ্ট্যাম্পে চুক্তি করতে হবে তাকে।
সেই চুক্তিনামায় বেশ কিছু শর্ত ছিল পনিরের জন্য। মাসুম সাহেবের একটাই দাবি, চুমকিকে বিয়ে করতে চাইলে এসব শর্ত মেনেই নিতে হবে। অবশেষে ভালোবাসার মানুষকে সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চুমকির বাবার দেওয়া সকল শর্ত মেনে চুক্তিনামায় সই করে দেয়।
পরে ধুমধাম আয়োজনে পনির-চুমকির বিয়ে হয়। যথারীতি মাসুম সাহেবও চুমকীর সঙ্গে পনিরের বাসায় উঠে। এরপরই নানা ঘটনায় এগিয়ে যায় নাটকের গল্প। সবশেষে চুমকির বাবা পনিরের বাসা থেকে চলে যেতে চায়, এরপর যা ঘটে তা দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির ইউটিউব পর্দায়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) আরটিভির ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নিলয়-হিমির ‘প্রিয় শ্বশুর আব্বা’। মুক্তির পর থেকেই নেটিজেনদের বেশ প্রশংসা কুড়াচ্ছে নাটকটি।
প্রসঙ্গত, তারিক আনাম খান, নিলয় ও হিমি ছাড়া আরও অভিনয় করেছেন, রেশমী আহাম্মেদ, রকি খানসহ অনেকেই।
বাংলাদেশ সময়: ১৭:০০:১৫ ২২ বার পঠিত