ঢালিউডের আলোচিত-সমালোচিত ও অন্যতম সুন্দরী নায়িকা মাহিয়া মাহি। নানা কথা আর কাজ দিয়ে বিতর্ক সৃষ্টিতে তার জুড়ি নেই। সেই ধারাবাহিকতায় এবার মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘ছাগল’ আখ্যা দিলেন। একইসঙ্গে মানুষ হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করলেন।
শনিবার রাতে মাহিয়া মাহি তার ফেসবুকে লিখেছেন— ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব, ইনশাআল্লাহ।’
অভিনেত্রীর এই রহস্যময় পোস্টে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। জাহারা মিতু নামে এক উঠতি নায়িকার মন্তব্য, ‘অবশেষে মাহি বুঝল যে সে একটা ছাগল।’ লাইনটা তিনি খবরের শিরোনাম হিসেবে লিখেছেন। পরবর্তী হেডিং কেমন হতে পারে তাও জানতে চেয়েছেন মিতু।
অনেকে মন্তব্য করেছেন, একটা লম্বা সময় ধরে হাতে তেমন কাজ নেই মাহিয়া মাহির। স্বভাবিকভাবেই নেই তাকে নিয়ে কোনো আলোচনা। তাই আলোচনায় আসতেই মাহি ফেসবুকে এমন উদ্ভট পোস্ট দিয়েছেন বলে ধারণা নেটিজেনদের একাংশের।
কাজের ক্ষেত্রে মাহিকে সবশেষ দেখা যায় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে তিনি কিং খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন। যদিও চরিত্রটার ব্যাপ্তি ছিল খুবই কম। ফিল্মি ভাষায় যাকে বলে ক্যামিও। এই চরিত্রটি করেও সে সময় সমালোচিত হন মাহি।
বাংলাদেশ সময়: ১৪:৫১:০৫ ২১ বার পঠিত