বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

রংপুরে ২ কোটি টাকার মাদক উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » রংপুরে ২ কোটি টাকার মাদক উদ্ধার
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



রংপুরে ২ কোটি টাকার মাদক উদ্ধার

রংপুরে প্রায় দুই কোটি টাকার ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

বুধবার (২ অক্টোবর) বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি প্রাইভেটকার থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান জানান, দীর্ঘদিন ধরেই রবিউল হাসান নামের ওই মাদক ব্যবসায়ীর ওপর নজরদারি করা হচ্ছিল। বুধবার ভোরে রবিউল মাদকের বড় একটি চালান পারাপার করবে এমন খবর পেয়ে রংপুরের মহিপুর ব্রিজে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ভর্তি প্রাইভেট কার নিয়ে পালানোর চেষ্টা করে রবিউল। পরে ওই গাড়িকে ধাওয়া করে রংপুরের কাউনিয়ায় আটক করা হয়। এসময় মাদক কারবারি রবিউল পালিয়ে গেলেও ওই প্রাইভেট কার থেকে ১২১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

দিলারা রহমান বলেন, বিপুল পরিমাণ এই মাদক দেশের বিভিন্ন রুটে বিক্রির উদ্দেশ্য সীমান্ত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৪   ২০ বার পঠিত