বুধবার, ২ অক্টোবর ২০২৪

আপিলে জেতায় বাতিল ব্রুনোর লাল কার্ড, উঠে গেল নিষেধাজ্ঞা

প্রথম পাতা » খেলা » আপিলে জেতায় বাতিল ব্রুনোর লাল কার্ড, উঠে গেল নিষেধাজ্ঞা
বুধবার, ২ অক্টোবর ২০২৪



আপিলে জেতায় বাতিল ব্রুনোর লাল কার্ড, উঠে গেল নিষেধাজ্ঞা

প্রিমিয়ার লিগের বাকি দলগুলো ভালো শুরু পেলেও নতুন মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেড গত মৌসুমের ধারাবাহিকতাই ধরে রেখেছে। এরিক টেন হ্যাগের দল লিগের প্রথম ছয় ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে। লিগে সবশেষ ম্যাচে ঘরের মাঠে তারা টটেনহ্যাম হটস্পারের কাছে বিধ্বস্ত হয়েছে। এমন হতাশাজনক ফলের সঙ্গে বাড়তি ক্ষতি হয়ে এসেছিল অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের লাল কার্ডও। তবে লাল কার্ডের সিদ্ধান্তটিকে শুরু থেকেই বিতর্কিত বলে আসছিল রেড ডেভিলরা।

গত রোববার (২৯ সেপ্টেম্বর) ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন রেড ডেভিলদের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। কিন্তু রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তার দল। তাই তারা এই লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। সেই আপিলের রায় ম্যান ইউনাইটেডের পক্ষে এসেছে। ফলে নিষিদ্ধ হতে হচ্ছে না রেড ডেভিলের অধিনায়ককে।

৩০ বছর বয়সী ব্রুনো টটেনহ্যাম মিডফিল্ডার জেমস ম্যাডিসনকে ফাউল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান ব্রুনোকে। ফলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। আপিলে জেতায় ম্যাচগুলোতে খেলার আর কোনো বাধা থাকলো না ম্যান ইউনাইটেডের অধিনায়কের। লাল কার্ডের সিদ্ধান্ত বহাল থাকলে তিনি অ্যাস্টন ভিলা, ব্রেন্টফোর্ড এবং ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ তিনটি খেলতে পারতেন না।

সেদিন ম্যাচের ৪২ মিনিটে লাল কার্ড দেখেন ব্রুনো। তখনই তার দল ১-০ গোলে পিছিয়ে ছিল। পরে আরও দুই গোল হজম করে রেডি ডেভিলরা।

সেদিন ম্যাচ শেষে বিবিসির ম্যাচ অব দ্য ডে অনুষ্ঠানে ব্রুনো বলেন, ‘আমার দৃষ্টিতে এটা কখনই লাল কার্ড নয়। তবে আমি স্বীকার করছি এটা ফাউল ছিল।’

তিনি যোগ করেন, রেফারি আমাকে বলেছেন যে, তিনি ঘাড়ে স্পর্শ হতে দেখেছেন। না, আমি তার ঘাড়ে স্পর্শ করিনি, এমনকি পায়েও নয়, সেটা আমার অ্যাঙ্কেল ছিল। এটা পরিষ্কার ফাউল ছিল।’

তবে ব্রুনো মানছেন রেফারি চাইলে সেখানে হলুদ কার্ড দেখাতে পারতেন, ‘যদি সে আমাকে হলুদ কার্ড দেখাতে চাইত, যেহেতু তারা প্রতিআক্রমণে উঠেছিল, আমি মেনে নিতাম। কিন্তু এটা তার চেয়ে বেশি, না এটা ততোটা গুরুতর ছিল না।’

ম্যান ইউনাইটেডের পরবর্তী ম্যাচ ইউরোপা লিগে পোর্তোর বিপক্ষে। আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) ম্যাচটি খেলতে মাঠে নামবে তারা। এরপর রোববার (৬ অক্টোবর) লিগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে তারা। এই মুহূর্তে লিগে ৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩৯   ১৮ বার পঠিত