জয়পুরহাটে জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে জাল নোট তৈরি করে আসল টাকার বান্ডিলে কৌশলে ঢুকিয়ে দিতেন বলে স্বীকার করেছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট, নগদ টাকা ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন: জাল নোট ছাপানো চক্রের মূলহোতা আরাফাত আজিজুল হক (২০) কালাই উপজেলার মুলগ্রাম এলাকার আনিছুর রহমানের ছেলে ও তার সহযোগী নওগাঁর ধামইর হাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ (১৬)।
র্যাব সূত্রে জানা যায়, আরাফাত ও আহসান দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরি ও বিপণন ব্যবসার সঙ্গে জড়িত। তারা আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে জাল নোট তৈরি করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিতেন। এরপর আসল টাকা হিসেবে চালিয়ে তারা দিতেন বলে প্রকাশ্যে স্বীকার করেছেন আটকরা।
এ ছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিক্রি করতেন বলে আটকরা জানান।
আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৪ ১১ বার পঠিত