সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

হেড-শর্টের নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয় অস্ট্রেলিয়ার

প্রথম পাতা » খেলা » হেড-শর্টের নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয় অস্ট্রেলিয়ার
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



হেড-শর্টের নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয় অস্ট্রেলিয়ার

বৃষ্টির কথা মাথায় ছিল অস্ট্রেলিয়ার। লক্ষ্য ৩১০ হলেও টি-টোয়েন্টির মতো করে ব্যাটিং করে রান তুলতে থাকে তারা। অজিদের ধারণা ঠিক ছিল। ২১তম ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতে নামে বৃষ্টি। ততক্ষণে ডাকওয়ার্থ লুইস অনুযায়ী তারা ৪৯ রানে এগিয়ে ছিল। শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে জিতে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ এ নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রিস্টলে ইংল্যান্ডের ৩০৯ রানের জবাবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু শর্ট ও ট্র্যাভিস হেড আগ্রাসী ব্যাটিং করেন। অষ্টম ওভারের প্রথম বলে হেড (৩১) বিদায় নেওয়ার আগে ওপেনিং জুটিতে ৭৮ রান তোলেন। ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ ও শর্ট একসঙ্গে ৪০ রান তোলেন। পাওয়ার প্লেতেই একশ ছাড়িয়ে যায় স্কোর। ৩০ বলে ৭ চার ও ৪ ছয়ে ৫৮ রান করে আউট হন শর্ট। তারপর স্মিথ ও জশ ইংলিস বৃষ্টি নামার আগে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২ উইকেটে ১৬৫ রান ছিল অজিদের বোর্ডে। স্মিথ ৩৬ ও ইংলিস ২৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে ফিল সল্ট ও বেন ডাকেটের ৫৮ রানের জুটিতে ভালো শুরু করেছিল ইংল্যান্ড। সল্ট (৪৫) ও উইল জ্যাকস (০) দ্রুত বিদায় নেওয়ার পর ডাকেট ও হ্যারি ব্রুকের ১৩২ রানের জুটিতে স্বাগতিকরা বড় স্কোরের আভাস দেয়। ২৫তম ওভারে ২০২ রান তুলে ভাঙে এই জুটি। ব্রুক থামেন ৭২ রানে, ৫২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৭ ছয়।

তারপর হঠাৎ করে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ২ উইকেটে ২০২ রান করা স্বাগতিকরা ২৭৬ রানে হারায় ৯ উইকেট। হেড দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বিপাকে ফেলেন। শেষ দিকে আদিল রশিদের ৩৬ রানের সৌজন্যে তিনশ ছাড়ায় তাদের স্কোর।

মাত্র ৬.২ ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নেন হেড। ব্যাটিংয়েও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩০   ১৫ বার পঠিত