সোমবার, ১২ জুন ২০২৩

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ১২ জুন ২০২৩



বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেমিনার কক্ষে আজ সোমবার ‘আইসোলেশন, মাল্টিপ্লিকেশন এন্ড ফরমুলেশন অফ মাইক্রোবায়াল পেস্টিসাইডস, বিউভেরিয়া এন্ড মেটারাইজিয়াম’ শীর্ষক প্রশিক্ষকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি-বাংলাদেশ’র অর্থায়নে বারি এবং ফিড দি ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এক্টিভিটিস’র (আইপিএমএ) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে দেশীবিদেশী মোট ১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। আইপিএম এক্টিভিটি, ভার্জিনিয়া টেক’র কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মাধব চন্দ্র দাস অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১:৪৪:০৪   ৪৯ বার পঠিত