বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ উপদেষ্টা আব্দুল হক সবুজ আজ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সবুজের দ্বিতীয় পুত্র সোহেল নেওয়াজ বাসসকে বলেন, আজ রাত ১১টার দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাক্সক্ষী ও সমর্থক রেখে গেছেন।
তার বড় পুত্র আশরাফুল হক বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিইউতে নেয়া হয়।
মরহুম সবুজ হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদে দু’বার সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫০ ৪৪ বার পঠিত