রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১২ জুন) সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২৩ গ্রাম ৩৫৫ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেনসিডিল, ৮৫৬ পিস ইয়াবা ও ৩৩ কেজি ৪৪০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫০:২৯ ৪২ বার পঠিত