বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন হিসেবে শরীয়তপুর জেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন ও জেলা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির যৌথ আয়োজনে শরীয়তপুরের ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবদুল হাদি মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুদ্দিন গিয়াস, ইসালামী ফাউন্ডেশনের ডিডি ড. মুহাম্মদ আবু তালহা, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান প্রমূখ। র্যালিতে অংশগ্রহণ করেন ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি শরীয়তপুরের সভাপতি মাওলানা নেছার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাওলনা নেছার উদ্দীন প্রমুখ ।
আলোচনা সভায় আলোচকগণ মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শকে অনুস্মরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহবান জানান। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। জেলা সদর ছাড়াও অন্যান্য উপজেলায়ও ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:৩৫ ১৬ বার পঠিত