যশোর পৌরসভার দুই হাজার পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছে যশোর জেলা বিএনপি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম পক্ষে পানিবন্দি মানুষের হাতে খাবার পৌঁছে দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
নেতারা জানান, গত চারদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে পৌর এলাকার ১, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় ঘরবন্দি হয়ে আছে মানুষ। বিষয়টি জানতে পেরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিএনপি। সোমবার দুপুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মাধ্যমে শহরের শংকরপুর, রেলগেট, খড়কি, টিবি ক্লিনিক এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার মানুষ মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, গতকালও দেড় হাজার পরিবারকে রান্না করা খাবার দেয়া হয়েছে। আজও খাবার বিতরণ করা হচ্ছে । যতদিন জলাবদ্ধতা থাকবে এই কার্যক্রম অব্যাহত থাকবে ।
বাংলাদেশ সময়: ১৬:২৬:১৮ ২০ বার পঠিত