বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

প্রথম পাতা » খেলা » শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের বিপক্ষে স্বচ্ছন্দ ছিলেন না লঙ্কান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোটে ১১২ রান সংগ্রহ করে তারা।

লঙ্কানদের পক্ষে কৌশিনি নুথিয়াঙ্গাই একমাত্র স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন। খেলেছেন ৩৫ বলে ৪৩ রানের ইনিংস। এছাড়া নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে মাত্র ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেনব ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন ৮ রান এবং রিতু মনি ১০ রান খরচ করে ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৭   ১৩ বার পঠিত