আমেরিকার জনপ্রিয় অভিনেতা জেমস আর্ল জোনস মারা গেছেন। মৃত্যুকালে অস্কারপ্রাপ্ত এ অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অভিনেতা মারা যান বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
জেমস আর্ল জোনসের মৃত্যু প্রসঙ্গে তার এজেন্ট ব্যারি ম্যাকফারসন জানান, জেমসের মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন।
ক্যারিয়ারে কয়েক ডজন সিনেমায় অভিনয় করেছেন জেমস। কাজ করেছেন ভয়েস আর্টিস্ট হিসেবেও। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘দ্য লায়ন কিং’, ‘স্টার ওয়ার্স’, ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’ ইত্যাদি।
সাফল্যের ঝুড়িতে রয়েছে তিনটি টনি পুরস্কার। যার মধ্যে দুটি এমি ও একটি গ্র্যামি। চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য ২০১১ সালে সম্মানসূচক অস্কারে ভূষিত হন তিনি।
প্রসঙ্গত, ১৯৩১ সালে মিসিসিপির আরকাবুতলায় জন্মগ্রহণ করেন কৃষ্ণাঙ্গ অভিনেতা জেমস। শৈশবের তোতলামি সমস্যা থাকায় দমে না গিয়ে তা কাটিয়ে উঠতে কবিতা ও অভিনয়কে বেছে নিয়েছিলেন সাহসী এ অভিনেতা। কোরিয়ান যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে জেমসের।
বাংলাদেশ সময়: ১৭:১১:৪০ ২১ বার পঠিত