মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের প্রস্তুতি দেখতে প্রতিনিধি দল পাঠাবে আইসিসি

প্রথম পাতা » খেলা » পাকিস্তানের প্রস্তুতি দেখতে প্রতিনিধি দল পাঠাবে আইসিসি
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



পাকিস্তানের প্রস্তুতি দেখতে প্রতিনিধি দল পাঠাবে আইসিসি

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে যাওয়া নিয়ে এখনও শঙ্কা কাটেনি। তাই বলে টুর্নামেন্টের প্রস্তুতি থেমে নেই। জোরেশোরেই স্টেডিয়াম ও অবকাঠামো সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও বসে নেই। টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত কিনা সেটি যাচাই করতে চায় আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান কতটুকু প্রস্তুত তা যাচাই করতে শিগগিরই পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী দশদিনের মধ্যেই পাকিস্তানে যাবে আইসিসির প্রতিনিধি দল।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের তিনটি বিখ্যাত শহর লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা। এই তিন জায়গাতেই সফর করার কথা আছে প্রতিনিধি দলের। মূলত ভেন্যুর প্রস্তুতি ও অন্যান্য ফ্যাসিলিটিজ পরীক্ষানিরীক্ষা করে দেখবে তারা। তাদের প্রতিবেদনের ওপর অনেককিছুই নির্ভর করছে।

বর্তমানে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে সংস্কারকাজ চলছে। এই সংস্কার কাজ এই সময়ের মধ্যে শেষ না হলে শেষ করার পর্যাপ্ত সময় দেবে পিসিবিকে। এই কার্যক্রমের জন্য ১২৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পিসিবি।

প্রতিনিধি দল পাকিস্তান ঘুরে গিয়ে ইতিবাচক প্রতিবেদন দিলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করবে আইসিসি। এরপর শুরু হবে টিকিট বিক্রি।

দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। সবশেষ ১৯৯৬ বিশ্বকাপে সহআয়োজক হয়েছিল পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরটি ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরের ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই দলের নেতৃত্বে ছিলেন সরফরাজ খান।

বাংলাদেশ সময়: ১৭:০৬:২৯   ৩৬ বার পঠিত