রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারি » আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই তা সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তিতে রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

আমীর খসরু বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।

দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে, তা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করবে জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ এসেছে, তা ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিএনপির এ নেতা বলেন, দেশের সার্বিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সহায়তা করা প্রয়োজন।

আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই তা সিদ্ধান্ত নেবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে অন্তবর্তীকালীন সরকারকে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:১৬   ১৬ বার পঠিত