শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাইখালী এলাকায় ওই নেতার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথবাহিনীর অভিযান শুরু করে। পরে শুক্রবার ভোরে জেলা যুবলীগের সভাপতি এহিয়ার বাসা থেকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুই রাউন্ড গুলি ও পিস্তলের কভার উদ্ধার করা হয়। তবে সেসময় সেখানে কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অবৈধ অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৩   ২০ বার পঠিত