কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
পরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শোকাসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। একইদিন রংপুর নগরীর মডার্ন মোড়ে গত ১৮ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মানিক মিয়া ও গত ১৯ জুলাই নিহত নগরীর গনেশপুরের বাসিন্দা ব্যবসায়ী মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আবু সাঈদসহ সব শহীদের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি মানুষের মনে যে দাগ কেটে গেছে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে ছাত্রদল আগে থেকেই শপথ গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সব গুম, খুন ও হত্যার বিচারসহ খুনিদের সাজা দিতে হবে বাংলার মাটিতে। কেউ যাতে বিচারের মুখ থেকে পালিয়ে যেতে না পারে। আর যেকোনো অন্যায় অবিচার রুখে দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’
বাংলাদেশ সময়: ১৭:৪৬:২৮ ১৫ বার পঠিত