শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

বিদেশি পিস্তলসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিদেশি পিস্তলসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেফতার
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



বিদেশি পিস্তলসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের ছোট ভাই শিরহান শরিফ তমালকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা র‍্যাব-১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

তিনি জানান, শিরহান শরিফ তমাল বিদেশি অস্ত্রসহ ঈশ্বরদীর আলোবাগ মোড় এলাকায় অবস্থান করছিলেন। পরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকারসহ তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১০:১৪   ২২ বার পঠিত