নির্বাচন কমিশন ‘আমি আর ডামির নির্বাচন’ করে স্বৈরাচারকে পাকাপোক্ত রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তৃতা করেন তিনি।
ডা. জাহিদ বলেন, গত সরকারের সুবিধাভোগীরা এখনও দুদকে বসে আছে। নিজস্ব লোক গত সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়েছে। স্বৈরশাসকদের সব অন্যায় সামনে আনার জন্য দুদক পুনর্গঠন করুন।
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে এ বিএনপি নেতা বলেন, স্বৈরাচারী সরকারের ক্ষমতা পাকাপোক্ত রেখেছিল নির্বাচন কমিশন। অথচ তারা এখনও বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতো। এ কমিশনকে কমিশনকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে৷
দেশে চলমান বন্যায় বিএনপির সার্বিক ভূমিকা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ক্রমান্বয়ে ত্রাণ পাঠানো হচ্ছে।
তিনি জানান, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায় থেকে গত ১২ দিনে ১৩ কোটি টাকা ও ত্রাণসামগ্রী সংগ্রহ হয়েছে। ত্রাণ সহায়তার পর বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের পুনর্বাসনের পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:১০ ২৩ বার পঠিত