ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৩ নারীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে এক ভারতীয় পাচারকারীকে।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তিন নারীর বাড়ি নড়াইল ও রাজবাড়ী জেলায়। তাদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
আটক পাচারকারী বিকাশ সরকারের বাড়ি ভারতের নদীয়া জেলার কল্যাণী এলাকায়।
খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় খালিশপুর ৫৮ বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ফাঁকা গুলি বর্ষণ করে। পরে আটক করা হয় ভারতের নারী পাচারকারী বিকাশ সরকারকে। উদ্ধার করা হয় তিন নারীকে।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধার হওয়া নারীদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫১ ১৭ বার পঠিত