রবিবার, ২৫ আগস্ট ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারি » ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা আর্ন্তজাতিক মহাসড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহীন চৌধুরী (৪৮) ও চঞ্চল (৩৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে আখাউড়াগামী একটি মোটরসাইকেলে সঙ্গে বিপরীত দিক থেকে আশা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের দুজন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান।

এ সময় অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য আখাউড়া ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:২৮   ২১ বার পঠিত