রবিবার, ২৫ আগস্ট ২০২৪

বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই: দুর্যোগ ব্যবস্থাপনা সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারি » বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই: দুর্যোগ ব্যবস্থাপনা সচিব
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই: দুর্যোগ ব্যবস্থাপনা সচিব

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ১১টি জেলার বিস্তীর্ণ অঞ্চল। এতে ভয়াবহ সংকটে পড়েছেন এসব দুর্গত এলাকার লাখ লাখ মানুষ।

রোববার (২৫ আগস্ট) বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

অতিরিক্ত সচিব বলেন, দেশের ১১টি জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। জেলাগুলো হলো: ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।

তিনি বলেন, এসব এলাকার ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ জন। বন্যায় এ পর্যন্ত এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন। নিখোঁজ রয়েছেন দুজন।

দুর্গত এলাকায় ৭৪৮টি মেডিকেল টিম কাজ করছে জানিয়ে অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন, এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ টাকা নগদ, শিশুখাদ্যের জন্য ৩৫ লাখ, পশুখাদ্যের জন্য ৩৫ লাখ টাকা, ২০ হাজার ৬৫০ মেট্রিক টন চাল, ১৫ হাজার বস্তা শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে।

বর্তমানে আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ১৫ হাজার ২৭৩ জন লোক রয়েছেন জানিয়ে তিনি বলেন, নতুন করে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০৮   ১৮ বার পঠিত