শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪

ফেনীতে আটকে পড়া বন্যাদুর্গতদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে র‌্যাব

প্রথম পাতা » চট্রগ্রাম » ফেনীতে আটকে পড়া বন্যাদুর্গতদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে র‌্যাব
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



ফেনীতে আটকে পড়া বন্যাদুর্গতদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে র‌্যাব

ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে র‌্যাব ।
ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে সম্প্রতি বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় বন্যা কবলিত অসহায়দের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। এমন পরিস্থিতিতে ফেনীতে আটকেপড়া বন্যাদুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে এলিট ফোর্স র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৪০   ২৬ বার পঠিত